তুমি কবির মনের কবিতা ওগো আমার
পারমিতা ,
হৃদয় আকাশে কল্পলোকে তুমি হও আবির্ভুতা ।
সাজাই তোমায় আমি শব্দ ছন্দে তালে গহনায় ,
সুশোভিতা তোমায় আমার মনোমন্দির আঙিনায় ।

কাব্যের কবিতা তুমি আঁধারে আলো ওগো সুশোভিতা ,
সবার মনে দাও আনন্দ ওগো আমার মৌমিতা  ।
তুমি আমার কল্পলোকের মনে যে গো স্বপ্নচারিণী ,
কখনো আনন্দ দাও আনন্দময়ী সৌভাগ্য দায়িনী ।

শিশুকালে তুমি ছিলে শৈশবের শৈশব বিলাসিনী ,
কৈশোরে লেখাপড়ায় খেলাধুলায় প্রেরণা দায়িনী ।
যৌবনকালে নবযৌবন সম্পন্না তুমি ষড়োশী রমণী ,
পরিণয়ে পরিণতি মিলনে হও তুমি প্রেম আলাপনি ।

প্রেম পিয়াসে তুমি সদাই সংসার আলাপনে ,
মায়া মোহ আষ্টে পৃষ্ঠে বাঁধা সদা দায়িত্ব পালনে ।
ভিন্নভাবে  ভিন্নস্থানে ভিন্নরূপে হও অবতীর্ণ তুমি ,
তুমি যে গো কবিতা সুন্দরী আমার কবিতা রানী ।

কখনো তুমি কুঞ্জবনে আবার থাকো রাধাকৃষ্ণ সনে ,
কখনো কালিয়াদহে নাগের মস্তকে কালিয়াদমনে ।
প্রিয়ার ভালোবাসায় তুমি শিশুর মুখে ফোকলা  হাসি,
প্রত্যুষে অরুন আলোক তুমি পূর্ণিমার পূর্ন নব শশী ।

                      **********
দুপুর - ২ : ৫২ মিনিট ।
১৫ / ১২ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।