আবার কিছু রমণী গন নিজ সুখ ভোগেতে মগন ,
নিজ পতি সন্তান সংসার ত্যাগি করে অন্যত্রে গমন ।
দেহ বিক্রি সন্তান বিক্রি করে নিজ সুখের কারণ ,
সন্তান জন্ম দিয়ে হেথা হোথা ফেলে যারা করে পলায়ন ।
এই সকল পিতা মাতা দাবি করে তাদের পিতা মাতার অধিকার ,
না করে দায়িত্ব কর্তব্য কি ভাবে তারা পাবে প্রতিকার ?
বহুবিধ কারণেতে সন্তান তাদের পাঠায় বৃদ্ধাবাসে ,
দেহ অর্থ বল ছিল যখন তখন করেনা সন্তান সুখের আশে ।
এই সকল পিতা মাতা কি সংসারে পিতা মাতার গণ্য ,
মনুষ্য জাতির কলঙ্ক তারা নরাধম নরপশু পশুরও নগন্য !
মানুষ আর পশুতে কোন কিছু ই নাই দেখি ভেদা ভেদ ,
পশু সন্তান জন্ম দিয়ে নিজ প্রয়োজনে বাচ্চা ফেলে করে লক্ষ্যভেদ !
না বোঝে সমাজ সংসার না আছে স্নেহ মায়া মমতা দায়িত্ব ,
শুদু নিজ সুখ স্বার্থ ভোগ লাগি যেন সদাই ঘুরে বেড়ায় উন্মত্ত !
এদের কি বলা যায় সমাজ বা সংসারে আদর্শ
পিতা মাতার মত ?
যে পিতা মাতা সংসার সমাজ সন্তান ফেলে নিজ সুখ করে চরিতার্থ !
না আছে লোক লাজ ভয় না আছে ভয় মান সম্মান ,
শুধু মাত্র সুখ স্বার্থ ভোগ লাগি পালিয়ে বেড়ায় এখান ওখান !
মনুষ্য কলঙ্ক যারা দেশ ও সমাজের নোংরা আবর্জনা ,
সমাজ কলুষিত করে যারা তারা দেশ ও সংসারকে করে চরিত্রহীনা !
***********
রাত্রি - ৯ : ২০ মিনিট !
১৩ / ০৬ / ২৩ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !