থাকো তুমি সর্বঘটে বিশ্বপটে সবার মা যে তুমি ,
সবারে রেখো গো ভালো তুমি মা
জগজ্জননী ।

তুমি মাতা জননী তুমি তুমি বন্ধু সখা প্রেয়সী কামিনী  ,
থাকো দুঃখ সুখের দোদুল দোলায় চির জাগ্রত মোহিনী ।

জগতে যাকিছু সৃষ্টি গাছ পাহাড় পর্বত নদ নদী অরন্যানী ,
সবই তো তোমারই দান নর নারী জীব জন্তু গুল্ম বাষ্প পানি ।

সৃষ্টির মূলে তুমি অনন্ত শয্যায় বসে নারায়ণ নারায়ণী ,
অভাজনে কর কৃপা দাও শান্তি স্বস্তি তুমি কমলেকামিনী ।

সদাশিবের হর দুঃখ তাই তব নাম মাগো দুঃখহারিনী ,
সৃষ্টি রক্ষা কর তুমি দুঃখের বিনাশ কর তাই দুঃখবিনাশিনী ।

তুমি সাগর জঙ্গমে থাকো অনলে অনিলে নীলে নভোনীলে ,
স্থলে জলে খেচরে থাকো সাগর সঙ্গমে থাকো ভূধরে সলিলে ।

তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি শক্তি তুমি জাগাও সবার হৃদে ভক্তি ,
তুমি মুক্তি গতি তুমি ভয় তুমি ভ্রান্তি তুমি ভালোবাসা প্রেম প্রীতি ।

তুমি ওয়াটার জল উদক সলিল পয়োধর বারি পানি ,
তুমি হাসি কান্না আহ্লাদিনী  আদরিনী সোহাগী জননী ।

তুমি জন্ম তুমি মৃত্যু ইহকাল পরকাল তুমিই সত্য ,


তুমি বরাভয় দায়িনী সুখ প্রদায়িনী ব্রহ্মবর্ত  মিত্র ।

তুমি ভীমা ভয়ঙ্করী প্রকটধারিনী করালবদনী ,
তুমি বিশ্বরূপিনী বিশ্বেশ্বরী  বিশ্বরূপা জননী ।

          *******************
রাত্রি - ৮ : ১০ মিনিট ।
২৬ / ১০ / ২৩ বৃহস্পতিবার ।
কোলকাতা ।