সুখের গায়ে কাঁটা হেরি
         সুখটাকে যে ধরতে নারি ,
সান্ত্বনাতে সুখ যে ধরি
        সূঁচ সূতোতে স্বপ্ন সেলাই করি ।

মন মাদুরে কান্না থুয়ে
            জ্বালি তারে আগুন দিয়ে ,
মনে করি সেই আগুনেই
             কান্নাটাকে মারি পুড়িয়ে ।

মৃত্যূর সাথে টেক্কা দিয়ে
           বেঁচে আছি প্রতিদিন ,
কাজের জন্য প্রয়োজন
            প্রয়োজনে প্রিয়জন ।

সহসা  দুচোখে স্বপ্ন আঁকি
           তবু রয়ে যায় পিছুটান  ,
মরণ কখনো ছাড়ে নাকো
           যতই কর মান অভিমান ।

সময় কখনো দাঁড়ায় নাকো
                 যতই কর অনুরোধ ,
মৃত্যু মোদের ভীষণ আপন
                 বুকে টানে তৎক্ষনাৎ  ।

       ****************
রাত্রি - ৮ : ১৫ মিনিট ।
৩১ / ০১ / ২৪ বুধবার ।
কোলকাতা ।