ভাদরে ভাদোরা টান ,
কেমনে রুইবে ধান ।
কৃষক গুনে প্রমাদ আন ,
জমি ফেটে খান খান ।
ভাদ্রেতে নেই মেঘ বৃষ্টি ,
যতদূরে যায় ধূ ধূ দৃষ্টি ।
জমিতে না হয় কৃষ্টি ,
এ যেন এক অনাসৃষ্টি ।
ভাদ্রেতে নেই বৃষ্টি বান ,
ক্ষেতের মাটি টান টান ।
নদী নালায় নাবহে উজান ,
ভ্যাপসা গরমে যায় প্রাণ ।
খালে বিলে নাই জল ,
নিরস গাছের যত ফল ।
শুখা যত খাল বিল ,
কমনে ফলবে মাঠে ফসল ।
শুখা খরা মরা হাজা ,
জমির মাটি হয় ভাজা ।
এলো না মেঘ রাজা ,
কমনে রুইবে চাষি প্রজা ।
*************
বিকাল - ৩ : ০৫ মিনিট ।
২০ /০৮ / ২৩ রবিবার ।
ইঞ্চনাও =সুইজারল্যান্ড (ইউরোপ )