ধর্মের আদালতে সত্যের বিচার  ,
কে লংঘাতে পারে বলো এই সুবিচার ।
যেতে হবে সবে যথাসময় একেএকে  ,
কেউ বা যাবে পিছে কেউ বা আগে ।

শুন্য হাতে এসেছো হেথা শুন্য হাতেই যাবে ,
দু'' একদিনের পথের দেখা অপরিচিত সবে ।
এসেছি একা যাবোও একা কেউ সাথে না যাবে  ,
পথের দেখা পরিচয় পথের মাঝেই পড়ে রবে  ।

মরনেই সব শেষ তবুও মানুষ দাম্ভীকতায় মত্ত ,
লঘু গুরু না বিচারে অহংকারে সদা মদনোমত্ত ।
গুরুজনদের দেয়না সম্মান ছোটদের স্নেহ মমত্ত ,
সর্বদা ভাবে তারা আমিই সবার সেরা আছে মহত্ত ।

আজ যে রাজা কালে সে উজির এই ধরাধামে   ,
কালে ছিলো রাজা আজ সে ফকির নিজ কর্মগুনে  ।
ঈশ্বরের নিখুঁত বিচার হয় যে যার ফল কৃতকর্মে ,
ভবিষ্যতে ফল পায় সে যে মজে অকর্মে কুকর্মে   ।

রক্তের গরমে উন্মত্ত হয়ে মানেনা ছোট্ট বড় কর্ম  ,
কর্মের ফল ফলবেই একদিন ভবিষ্যতের জন্য  ।
অতীতের কর্মের ফল ভবিষ্যতে পায় তা মানেনা  ,
শেষের দিনে ফলবে সে ফল দেখবে সর্বজনা  ।

            **********
বিকাল - ৩ : ৩৯ মিনিট ।
২৩/০১/২৫ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।