বাহুবল বাক্যবল অর্থবল বল কতরূপ ,
ঐক্যবল লোকবল অস্ত্রবল বিকল্পররূপ !
জনবল মনবল বন্ধুবল বলের স্বরূপ ,
ধনবল আইনবল তর্কবল বল বহুরূপ !
শক্তিবল বুদ্ধিবল শিক্ষাবল কত প্রকার বল আছে ,
সত্যবল ধর্মবল কর্মবল ভিন্ন ভিন্নরূপ বলরাজে!
বিশ্বাসবল ঐশ্বরীকবল যোগাযোগবল সুবিধা আছে ,
নীতিবিল রীতিবল জ্ঞানবিজ্ঞানবল জগৎ মাঝে !
দুর্বল সবল হীনবল যোগবল বলের তুলনা নাই যে ,
ফুটবল ভলিবল ক্রিকেটবল খেলার ময়দানে আছে !
ভাতৃবল সন্তানবল আত্মীয় স্বজনবল আছে সংসার মাঝে ,
লাঠিবল ভূমিবল তাপবল আগ্নেয়গিরি মাঝে !
দৃষ্টিবিল কৃষ্টিবিল হীনবল ক্ষীণবল আয়ুবল দেহ মাঝে ,
জাগতিকবল মন্ত্রবলে ভোল বদল মাঝে মধ্যেই বোঝে !
পাৰ্থিববল শাক্তবল তন্ত্রবল তান্ত্রিক মাঝে ,
ভক্তিবল পূজাবল ভাগ্যবল বিশ্বাসে জন্মায় যে !
************
রাত্রি - ৯ : ৩০ মিনিট !
২৩ / ০৬ / ২৪ রবিবার !
কোলকাতা