গোপাল গোবিন্দ হরে মুরারে ,
বৈকুন্ঠ বাসিনী লক্ষ্মীপ্রিয়ারে ।
গোপেশ গোপীনাথ শ্রী মধুসূদন ,
যশোদা দুলাল হরি নন্দের নন্দন ।
ব্রজের দুলাল তুমি রাধিকা রমন ,
কংসকে করিলে ধ্বংস লঙ্কায় রাবন ।
বৃন্দাবনে তুমি যেগো বৃন্দাবন চন্দ্র ,
নবদ্বীপে গৌরাঙ্গ তুমি শচীতানন্দ ।
বসুদেব নন্দন তুমি দেবকী দুলাল ,
সিদাম সুদাম সখা গোঠের রাখাল ।
শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে তুমি চক্রধারী ,
ব্রজের দুলাল তুমি শ্রীকৃষ্ণ মুরারী হরি ।
গোঠের রাখাল তুমি গোষ্ঠে গোপাল ,
নিধুবনে কৃষ্ণকালী তুমি ব্রজের দুলাল ।
নিধুবনে রাধা ভজে তোমায় বনমালী ,
জটিলা কুটিলা হেরে তোমায় মুন্ভমালী ।
পুতনা বধিলে তুমি করি পুতনার স্তন্যপান ,
তোমার মহিমা প্রভু বুঝিতে কি পারে আন ।
***************
সন্ধ্যা -৭ : ৩৬ মিনিট !
০৭ /০৩ / ২৪ বৃহস্পতিবার !
কোলকাতা !
।