নারী একাধারে স্নেহময়ী জননী ,
অন্যধারে তুমি প্রেয়সী প্রেমবিলাসীনি ।
একদিকে তুমি আদরিনী ভগিনী ,
অপরদিকে স্নেহভাজন কন্যারূপিনী ।
অঙ্কশায়িনী হয়ে তুমি প্রেম বিতর ,
মাতৃস্তনপানে শিশুর প্রাণ রক্ষাকর ।
বধূবেশে তুমি গৃহে লক্ষীরূপ ধর ।
দুষ্টের দমন হেতু পৃথিবী সংহার ।
স্বামী সোহাগিনী হয়ে স্বামীর পাশে রও ,
গৃহিনী হইয়ে তুমি করুণা বিলাও ।
সর্বময় কর্তৃ তুমি সংসার বাঁচাও ,
শান্তিরক্ষা তরে তুমি শাসন ভার নাও ।
সেবিকা হইয়ে তুমি সেব রোগী জনে ,
পাকশালে লক্ষ্মী তুমি পাককর রন্ধনে ।
শিক্ষয়িত্রী রূপে তুমি বিদ্যালয় ভবনে ,
মাতৃরূপা ধরে খাদ্যে তৃপ্তি দান ভোজনে
আপনি উজাড় করে রক্ষ স্বামী সন্তান ,
স্নেহ শক্তি যত্ন ভালোবাসায় নিঃশ্ব কর প্রাণ ।
স্বার্থপর পৃথিবীতে নারীকে দেয়নি যোগ্য সম্মান ,
যে নারী নিজের সুখ ভাবনা দিয়েছে বিসর্জন ।
সৃষ্টির মূলে তুমি শ্রেষ্ঠা নারী জননী ,
ধ্বংসের হাত হতে রক্ষা কর নারী তুমি ।
জননী জন্মভূমি সম তুমিই ধরিত্রী মেদিনী ,
সর্বংসহা জননী সম বসুন্ধরা ধরনী ।
*************
বেলা - ১১ : ০০ টা !
১১ /০৯ /২৩ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !