কান্না হাসি পাশা পাশি
দিনের পরেই আসে রাত ,
মন্দ আছে বলেই আলোর আদর
নিশির পরেই আসে প্রভাত ।
বিশ্বাসীকে সবাই করে বিশ্বাস
অবিশ্বাসীরা সবার করে সর্বনাশ ,
শান্তি সদাই বিরাজ করে সারাক্ষণ
কলহ বিবাদ সেথায় ভয়ে ম্রিয়মান ।
জীবনের পথটাতে কত চড়াই উৎরাই
জীবনটা নয়তো এতই সরল সোজা ,
দুঃখ আছে বলেই তো সুখ লাগে ভালো
নইলে সুখটাই যেতো নাকো বোঝা ।
কালো মেঘ করে উঠে ঝড় বৃষ্টি
মেঘ সরে গেলেই সূর্য্য উঠে হেসে ,
কালো মেঘ কেটে যায় যখন
তখন সূর্য্য পশ্চিমেতে পাটে বসে ।
জন্ম হলেই মৃত্যু হবে
এটাই যুগে যুগে চির শাশ্বত ,
সৃষ্টির পরেই ধ্বংস হয়
নাহলে পৃথিবী হতো বিষাক্ত ।
চলার পথটা সদাই বন্ধুর
তাই দেখে শুনে পথ চলতে হয় ,
থমথমে কালো মেঘ গেলে সরে
পৃথিবীটা আলোয় আলোময় ।
স্রস্টার সৃষ্টি জীব জড় প্রাণী উদ্ভিদ
ক্ষিদা নিবারণ হেতু সৃষ্টি করে কৃষ্টি,
জমি লাঙ্গল বীজ লাঙ্গল করে মানুষ
নব নব শস্য ফলায় স্রস্টার অপূর্ব সৃস্টি ।
*************
রাত্রি - ৮ : ৫৩ মিনিট !
১১ / ০৩/২৪ সোমবার !
কোলকাতা !