সৌরজগৎরাজে সদামনোমাঝে ,
জাগতিক কতকিছু ধরাতে বিরাজে ।
কত কিছু আছে যে এই মনোমাঝে ,
স্রোতসীনি অন্তসলিলা বহে অন্তরে যে ।
চন্দ্র গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্রহপুঞ্জক করে প্রদক্ষিনে ,
সৌরজগৎ মাঝে খালি চোখে যায় বিলিনে ।
সৌরজগতে পরোক্ষ ভাবে ঘোরার জন্যে ,
মহাজাগতিক বস্তুগুলি পরস্পর আবদ্ধ অভিধানে ।
সূর্য্যকে প্রদক্ষিন করে পৃথিবী সারাবছর ধরে ,
চন্দ্র গ্রহ তারা নক্ষত্র ধূমকেতু নীলাকাশ পরে ।
আকাশগঙ্গা ছায়াপথ ২,৬000 আলোকবর্ষ দূরে ,
সূর্য্য প্রদক্ষিনকারী আটটি বৃহৎ গ্রহ সৌরজগৎ ঘুরে।
সূর্য থেকে আলো নিয়ে চন্দ্র নক্ষত্র দেয় আলো ,
সূর্য্য যদি না থাকতো পৃথিবীর জাগতিক কালো ।
আঁধারে থাকতো বিশ্বজগৎ বিশ্বব্রহ্মান্ডের যত ,
যদি সূর্য্যের আলো সর্বত্রই বিকিরণ না করতো ।
*******************
বিকেল - ৪ : ১১ মিনিট ।
১০ / ০২ / ২৪ শনিবার ।
কোলকাতা ।