ছড়িয়ে ছিটিয়ে আছে কত অগুছালো স্মৃতি ,
বুকের মাঝে রাখি তারে দিয়ে প্রেম প্রীতি ।
আদরে যতনে স্মৃতিগুলি রাখি হৃদে ধরে ,
অতীতের কত স্মৃতি ভাসে হৃদয়ের নীরে ।
গোপন কত কথাকলি যতনে রেখেছি তুলি ,
বলি বলি মনে ভাবি কিভাবে কারেবা বলি ।
মনে যত যন্ত্রণা হৃদে পুষে রাখি কতনা যতনে ,
যত কান্না বুকে চেপে ধরে কাঁদি শুধু সঙ্গোপনে ।
কত শত স্মৃতি ঢাকি বিরহ বিচ্ছেদ বেদনার ,
স্বপ্নে ভেসে স্মৃতিগুলি দাগা দিয়ে যায় বারবার ।
স্নেহমাখা সোহাগের স্মৃতি ভেসে উঠে মলিন ,
স্বপ্নে এসে ধরা দিয়ে বলে ভাবিসনা কোনদিন ।
স্মৃতি শুধু স্মৃতি হয়ে বুকে চাপা থাকে চিরদিন ,
ভুলে যাবো মনে ভাবি ভুলেও ভুলিতে পারিনা চিন।(চিহ্ন)
কিছু কিছু স্মৃতি মনে সাহসে প্রেরণায় বুক বাঁধি ,
মনে হয় আরো বাঁচি শক্তি বল যোগায় শতধি ।
সেই সব স্মৃতি জাগায় আনন্দ উচ্ছ্বাস কোলাহল ,
কত ক্রন্দন বিয়োগ বিরহ বেদনা শুধুই হলাহল ।
************
রাত্রি - ৯ : ১৪ মিনিট !
৩১ /০১/২৪ বুধবার !
কোলকাতা !