শূন্য নিয়েই সুরু আর শূন্যতেই হয় শেষ ,
শূন্যয় শূন্যয় ভাগ দিলে থাকেনা ভাগ শেষ ।
শূন্য ছাড়া হয়না হিসেব শূন্যে হাওয়া বেশ ,
শূন্যে ভাসে গ্রহ  নক্ষত্র  চন্দ্র মেঘের দেশ ।

জীবন চলে তালে কালে ফিরবো সবাই সময় হলে ,
ফিরবো সবাই শূন্যদেশে জীবন যখন যাবে  চলে ।
কর্মফল  থেকে যাবে শরীর থাকবেনা কোন কালে ,
হাজার বছর থাকবেনা কেউ বাঁচবেনা কেউ চিরকালই ।

জীবন মরণ পাশা পাশি  দুইই চলে কাছা কাছি ,
জীবন বলে আমি চলেছি মরণ বলে তোর কাছে আছি ।
জনমে যখন মরণ আসে মরণ জন্মের পাছে পাছে ,
যাওয়ার সময় ঘনিয়ে এলে মরণ তখন আসে কাছে ।

জন্ম হয় শূন্য দিয়ে মৃত্যুও  হয় শূন্য দিয়ে ,
দেহ থেকে শ্বাসবায়ু  গেলে শূন্য দেহই যায় নিয়ে ।
আকাশ পথও শূন্যে ফাঁকা তাকাও দূরে শূন্য বায়ে ,
পৃথিবী ঘোরে শূন্যে শূন্যে ঘোরে পাক দিয়ে দিয়ে ।

শূন্যে দেখ উড়ে বেলুন উপরে উড়ে শূন্যে শূন্যে ,
আবার শূন্যে দেখ ফানুসও উড়ে ভেসে যায় শূন্যে শূন্যে ।
উড়ো জাহাজ উড়ে যায় ঐ আকাশ পথে শূন্যে শূন্যে ,
শূন্য মন ফাঁকা হয়ে কোন সুদূরে যায় ভেসে শূন্যে শূন্যে ।

খাঁচার ভিতর অচিন পাখি পাখি যখন যায়রে উড়ে ,
খাঁচার পাখি উড়ে গেলে শূন্য খাঁচা থাকে পড়ে !
যতই ভাবি খাঁচায় সেই প্রাণ পাখিরে রাখবো ধরে ,
শূন্যে পাখি উড়ে যায়রে শুন্য খাঁচা রয় যে পড়ে !


            ********************
সন্ধ্যা - ৭ : ১৬  মিনিট ।
৩০ / ০১ / ২৪ বুধবার ।
কোলকাতা ।