শূন্য থেকেই  শুরু  
            শূন্য দিয়েই শেষ ,
শূন্য দিয়েই শুরু
           হয় গণনা অশেষ !

মহাশূন্যে  সূর্য চন্দ্র
             গ্রহ তারা ভাসে ,
সূর্যে প্রদক্ষিণ করে পৃথিবী
               মহাশূন্যে  আকাশে  !

সাগর  হতে বাষ্পীভূত
             মেঘ সঞ্চারে আকাশে ,
শূন্যে মেঘ ভেসে আসে
             সুদূর দেশ হতে  দেশে !

শূন্য হতেই সৃষ্টি ধ্বংস
            শূন্যতেই সব মেসে ,
শূন্য দিয়েই গণনা হয়
                শূন্যতেই ভাগশেষ !

যোগ বিয়োগ গুন্ ভাগে ,
                শূন্যতেই সব শেষ !
শূন্যে শূন্যে যোগ করিলে
               যোগফল হয়  শূন্য,

শূন্য থেকে শূন্য বিয়োগ
                শূন্য শূন্যই হয় গণ্য  !
শূন্য দিয়ে শূন্য গুন্
                শূন্যই দেখা যায় ,

শূন্য দিয়ে শূন্য ভাগ
            ভাগফল শূন্য হয় !
শূন্য থেকে পত্তন যখন
          দেখ  শুনিতেই পতন  ,

শূন্য হাতে রাজত্ব পায়
               রাজা হয় যখন ,
স্বেচ্ছাচারিতায় পতন হয়
            অহংকারে মজে তখন !

শূন্যের মহিমা রে ভাই
                  সহজে না বোঝে মন !
তাই শূন্যতেই সৃষ্টি হয়
              শূন্যেদিয়েই  ধ্বংস হয় !

মহাশূন্যে  ব্রহ্মান্ড ঘোরে
              আমরা দেখি নাই ,
শূন্যতে শুরু রে ভাই
           মহাশূন্যেই  শেষ তাই !

          **************
সন্ধ্যা - ৫ : ২২ মিনিট !
১২ / ০৫ /২৩ শুক্রবার !
কোলকাতা !