ভেসে গেছে  ভালোবাসা
              নিভে গেছে সকল আশা ,
শুধু ভবে কেন আসা
             মোহমায়া বিস্তারে  বাসা !

আসমানে বানিয়ে নীড়
             চাতকের ন্যায় যাচে নির ,
আর কতকাল রব স্থির
              উদাস মন হলো স্থবির !

ভালোবাসা শ্রেষ্ঠ পাওয়া
               তার চাইতে কিছু নাই ,
এই পৃথিবীর সবাইকে আমি  
            ভালোবেসে যেতে চাই  !

একের ডাইনে শূন্য দিলে
                   হয় বহু মূল্যবান ,
বামেতে শূন্য দিলে
                নেই কোনো তার দাম !

অন্তরের ভালোবাসাই  
               শ্রেষ্ঠ মূল্য হয় ,
কোন মূল্য হয়না তার
            ভালোবাসা যদি হয় অভিনয় !

ভালোবাসা শ্রেষ্ঠ মানব জীবনে
            সবাইকে ভালোবাসা আনন্দ ভুবনে ,
ভালোবাসায় বস যত জীবপ্রাণী
          ভালোবাসাই মূল্যবান এজীবনে দামি !

       ****************
রাত্রি - ৮ : ৪৫  মিনিট  !
০৮ / ০৫ / ২৩ সোমবার !
কোলকাতা !