শ্রাবণ শেষে নামলো ধারা ,
সুখের হাসি হাসলো ধরা ।
চাষীর মনে ফুটলো হাসি ,
চাষী কাজ করবে কৃষি ।
চাষীর মনে ভরলো সুখ ,
হাসিতে ভরলো সবার মুখ ।
আনন্দে চাষীর ভরলো হৃদয় ,
আকাশে হলো মেঘের উদয় ।
দুর্ভাবনা গেলো দূরে ,
আনন্দে সবার মন ভরে ।
কালো মেঘে আকাশ ছায় ,
মেঘ মৃদুর সজল বায় ।
পেখম তুলে মেঘ দেখে ,
মত্ত দাদুরী তাথৈ নাচে ।
খালে বিলে জল ভরে ,
জমিতে কৃষক চাষ করে ।
চাষীর মনে জাগলো আশা ,
মেঘঃর জলই তাদের ভরসা ।
সোঁদা মাটির গন্ধ পেয়ে ,
আনন্দ মন যায়রে ছুঁয়ে ।
চাষী ভাই করে চাষ ,
সবার মনে জাগে আশ ।
চাষ ভালো হলে পরে ,
গোলা মরাই ধানে ভরে ।
***************
রাত্রি - ৯ :১0 মিনিট ।
১৪ / 0৮ / ২৩ সোমবার ।
ইঞ্চনাও = সুইজারল্যান্ড ( ইউরোপ )