যৌবনে ষোড়শী বালা রূপসী লাবনী ,
বসন্তে নবরূপা সুন্দরী ঊর্বসী রমণী  ।
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় রাঙা বনানী ,
প্রকৃতিরকে ঘিরে ঘিরে বহিছে তটিনী ।

আম্রবনের শাখে শাখে ধরে আম্রমুকুল  ,
হলদে গাঁদায় রাঙালো বুঝি শাড়ীর আঁচল ।
দুইকানে দুলছে যেন তার স্বর্নলতার দুল ,
ফুলবনে মধুকর গুনগুন তুলেছে গুঞ্জন বোল  ।

গলায় দুলিয়েছে হার মাধবী  লতার ,
ঝুমকো লতার শোভে পায়ের নুপুর ।
প্রজাপতি রঙীন ডানা মেলে কত সুন্দর ,
কত রঙে রেঙেছে তাদের ডানা মনোহর ।

প্রকৃতি প্রকৃত সেজেছো আজ ওগো নবনীতা ,
রূপে রসে গন্ধে বর্নে পর্নে ভরেছে সুচরিতা ।
অরন্যে অনন্যা তুমি পুষ্পে পুষ্পে যেগো পুষ্পিতা ,
কর্নে ফুল গলে মালা কেগো তুমি কার দুহিতা  ।

প্রকৃতির সৌন্দয্য শোভে ষোড়শ বর্ষীয়া রমণী ,
ফলে ফুলে গন্ধে বর্নে সুশোভিল তুমি অবনী ।
কুহু কেকা ধরে তান বিহঙ্গ মিষ্টি গান বহে তটিনী ,
কর্নে দোলে দোল মাথায় গোঁজা ফুল শোভিত ধরনী ।

             *****************
দুপুর - ২ : ০২ মিনিট ।
১২ / ০২ / ১২ সোমবার ।
কোলকাতা ।