শৈশবের কত স্মৃতিমনে ভাসে হায় ,
স্মৃতি সব মনের ভীতর কুরে কুরে খায় ।
ভুলি ভুলি মনে ভাবি ভোলা নাহি যায় ,
মনের গহীনে শৈশব স্মৃতি মোছেনা যে হায় ।

ইচ্ছা করে আবার সেই শৈশবে ফিরে যাই ,
শত চেষ্টাতেও আর সেই শৈশব ফিরে পাব নাই ।
শৈশবের সেই আনন্দময় উচ্ছ্বল উজ্জল দিনগুলি ,
শুধু মনে উঁকি দেয় কেমনে দিনগুলি যাই ভুলি ।

বৈকালেতে খেলা ধূলা বন্ধুদের সাথে ,
ঝড়ে আম কুড়াতে যাওয়া আমবাগানেতে  ।
পুকুরেতে ঝাঁপ দিয়ে জলে কুমীর কুমীর খেলা ,
ভাত খেয়ে বই পড়ে পুতুলের বিয়ে দুপুর বেলা।

দুপুরের দিনগুলি কতই  মনে ভাসে ভাই ,
মনে হয় ছুট্টে আবার সেই শৈশবে ফিরে যাই ।
সেই শৈশব সদা হৃদগগনে উঁকি ঝুঁকি মারে ,
বয়সটাতো পেরিয়ে গেছে তবুও মনে পড়ে তারে ।

পুঁথি বগলে বন্ধুরা মিলে স্কুলে যাওয়ার পালা ,
ছুটির পরে একসাথেতে ঘরে ফেরা বিকেল বেলা ।
ঘরে  ফিরে টিফিন খেয়ে অমনি দৌড় খেলার মাঠে ,
খেলা শেষে বাড়ী ফিরে বই  নিয়ে বসি পড়ার পাঠে ।

   🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
রাত্রি - ৯ : ২৮ মিনিট ।
১৭ / ০৫ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।