খায় আর ঘুমায় কোন কাজকর্ম করে নাই  ,
দেখতে ন্যাকা বোকা শয়তানের ডিপো তাই  ।
নিজে সবার নেবে খাবে কাউকে দেবে নাই  ,
সুযোগ পেলে তখন সে ততক্ষনাৎ নেয় তাই ।

সবার নেবে খাবে কাউকে কিছু দেবেনা ,
যখন কাউকে দিতে হবে তখন তাকে চেনেনা ।
নিজের বেলায় আঁটি সাঁটি পরের বেলা জানেনা ,
নিজের স্বার্থে শুনতে পায় নইলে কানে শোনেনা  ।

ভরপেটটা খেলে পরেও তার পেটে ভরেনা   ,
খাবার দেখেই খিদায় মরা সবুর তার শয়না  ।
না চক্ষু লজ্জা শরম মান সম্মানের বালাই  না ,
যতই যা বলেনা কেন তবুও সে খেতে ছাড়েনা  ।

নিজের সুখ স্বার্থ ছাড়া সে কিছুই বোঝেনা  ,
লোভে লালসা কুঁড়েমি তে তার  জুড়ি মেলেনা ।
মনে খলা হিংসা পুষে রাখে কেউই  বোঝেনা   ,
খাবার সময় গোবেচারা ভাজামাচ উল্টে খায়না   ।

সেরার সেরা সবার সেরা শয়তানের রাজা ,
মিথ্যা ক্থা শয়তানিতে গুরুগুঁসাই  নষ্টের বোঝা  ।
  
                           **************
সন্ধ্যা -  ৫ : ০৮  মিনিট  ।
২৬/০২/২৫ বুধবার    ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর  ।