জননী যোগেন্দ্র জায়া নগেন্দ্র নন্দিনী ,
সুখদে মোক্ষদা মাতা মহাকাল ঘরণী !
ত্রিপুরা ত্রিপুরেশ্বরী ত্রৈলক্ষ্য সঙ্গিনী ,
ত্রিলোক মাতা মাগো তুমি ভবেশ ঘরণী !
ত্রিলোক পূজিতা মাতা গনেশ জননী ,
কার্তিকেয় মাতা তুমি ইন্দ্রের ইন্দ্রানী !
দুঃখহরা দুর্গা মা তুমি জগতের জননী ,
জগদ্ধাত্রী যোগমায়া মহাকাল অঙ্কশায়িনী !
দুঃখ বিনাশিনী মাগো দুঃখে দুঃখহরা ,
ভবের ভবানী তুই ভোলানাথের মনোহরা !
শশ্মানে কপালিনী তুই মা তারাপীঠে তারা ,
অকালে পুঁজিল শ্রীরাম হয়ে সীতাহারা !
জগৎ জননী তুমি মা জগৎজন পূজ্যা ,
ত্রিলোকেশ্বরী তুমি মাতা ত্রিভুবন আরাধ্য !
বিদ্যার দেবী তুমি সবার দান কর বিদ্যা ,
বৈকুন্ঠে তুমি মাগো লক্ষ্মী নারায়নের পাশে পূজিতা !
গন্ধেশ্বরী গঙ্গা মাগো গন্ধর্ব পালিতা,
বিশ্বেশরি বিশ্বজয়ী ত্রিভুবন পূজিতা !
স্বর্গ মর্ত্য পাতালে মাগো তুমি জগন্মাতা ,
অকালে পুজিলে রাম রাবন হরেছিল সীতা !