বিদায় নেবার আগে বলে যেতে চাই ,
সবার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই ।
এই মাটিতে জন্ম নিলাম কত পুণ্যফলে ,
না মিটিতে আশা মোর যেতে হবে চলে ।
শেষ বিদায় বেলা জীবন সায়াহ্নে যখন ,
তখন না থাকিবে সাথে মোর পুত্র পরিজন ।
যেদিন আসবে মোর শেষ বিদায়ের সন্ধিক্ষণ ,
আঁধারে ঘিরিবে মোর তখন এই দুই নয়ন !
যখন আসবে ভবার্নবে মোর শেষবিদায়ের পালা ,
শেষ হৃদস্পন্দনে রেখো মোর ভালোবাসার জপমালা ।
মোর যত ভুল ত্রুটি সব কিছু করে দিও মার্জনা ,
কর্নরন্ধ্রে দিও মোর কৃষ্ণনাম সুধা অমিয় বন্দনা ।
হাসি আনন্দমাখা মোর ক্ষুদ্র স্মৃতি রেখে যেতে চাই ,
সবার সাথে সৎ আচার আচরণ সদা করি যেন ভাই ।
মিষ্টি ভাষা মিষ্টি কথা মিষ্টি ব্যবহার ,
এর চেয়ে পৃথিবীতে কিছু মিষ্টি নাই আর ।
দেশ ও দশের স্বার্থে সবার পাশে থাকতে চাই ,
মানুষের কষ্টে দুঃখে তাদের মুখে যেন হাসিটি ফুটাই ।
হাসি টুকু থাক পড়ে ভালোবাসা সাথে যাই নিয়ে ,
ভুল ত্রুটি যদি হয়ে থাকে নিলাম আমি ক্ষমা চেয়ে ।
**********************
দুপুর - ১ : ২৫ মিনিট ।
২৫ / ০৫ / ২৩ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।