এসেছি একা যাবোও একা ,
আসার পথে দু'দিনের দেখা ।
সাঙ্গ হলে পথের চলা ,
যে যার ঘরে ফিরে একলা ।
ফিরবে যখন আপন ঘরে ,
সাথে কেউই যাবেনা ওরে ।
রঙ্গমঞ্চের এই অভিনয় ,
চরিত্রের অভিনয় করতে হয়।
অভিনয় হয়ে গেলে শেষ ,
নিজের ঘরে ফিরবে অবশেষ ।
কেউ রাজা কেউ বা ফকির ,
কেউ বা নবাব কেউ বা উজির ।
কেউ ঝাড়ুদার কেউ জমাদার ,
কেউ বা পূজক কেউ করে কারবার ।
ভিন্ন ভিন্ন সাজে এসে ,
বিভিন্ন কাজ ভালোবেসে ,
অন্তিমে অভিনয়ের শেষে ,
ফিরে যাবে আপন দেশে ।
ল্যাংটা যাবে ল্যাংটা এসে ,
সঙ্গে কিছুই দেবেনা শেষে ।
চার বেহারার কাঁধে চড়ে ,
শশ্মান ঘাটে যাবে ওরে।
ডোর কৌপিন খুলে ওরে ,
চিতা উপর তুলবে তোরে ।
****************
সকাল - ১১ : ৪৫ মিনিট !
১৯ / ০৭ /২৩ বুধবার !
কনকর্ড =শার্লট (আমেরিকা )