এসেছি একা যাবোও একা ,
কেবল মাত্র দুদিন পথের দেখা!
বাসবে যেমন বাসবো তেমন ,
দেখাবে  যেমন করবো তেমন !

দুনিয়ায় এটাই তো হয় নিয়ম ,
হবেনাতো এর কোন ব্যতিক্রম !
সূর্যের চারিদিকে সূর্য ঘোরে বৃত্তাকারে ,
তিনশত পঁয়ষট্টি দিন এক বৎসর ধরে !

সত্যিকারের বন্ধু যারা হয় ,
বিপদের সময় সদাই তারা পাশে রয়!
সুসময়ে উপযাচক অনেকেই বন্ধু হয় ,
অসময়ে তাদের দেখানা আর পাওয়া যায়  !

সমালোচক সমালোচনা সর্বদাই করবেই ,
এটাই তাদের স্বভাবসিদ্ধ আমৃত্যু থাকবেই !
নিন্দুকেরা নিন্দা করবে তাদের ধর্ম এটাই ,
নিন্দা সমালোচনা ছাড়া অন্য কর্ম তাদের নাই !

নিন্দুকেরা করলে নিন্দা কিছু এসে যায়না ,
কুকুরের কাজ কুকুরে করবে তাদের স্বভাব খানা !
মানুষ তাদের করলে মানা কিছুই বুঝবেনা ,
কুকুরের ন্যায় মানুষ যদি করে 'ঘেউ' মানুষের শোভা পায়না !

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে ,
এই জাগতিক নিয়ম সর্ব্ব যুগেই
সদা রবে !
জগতে মৃত্যুই সত্য জন্ম অনিত্য এই ভবে  ,
জন্মমৃত্যু প্রাণী মাত্রই আদি অনন্ত যুগে যুগে রবে !

     ************
রাত্রি - ৯:০০ টা !
২৯ / ০৬ / ২৪ শনিবার !
কোলকাতা !