শিউলি ঝরে ঘাসের 'পরে ,
মনেতে আনন্দ না ধরে ।
মা আসছেন বছর ঘুরে ,
বাপের বাড়ী দক্ষপুরে ।
আগমণীর সুর ঐ ভাসে ,
জলে স্থলে আকাশে বাতাসে ।
জগৎবাসী আনন্দে ভাসে ,
আগমণীর আসার আশে ।
এসো মা জননী মেনকা নন্দিনী ,
জগৎ জননী কনক বরণী ।
গনেশ জননী দুর্গে ত্রিনয়নী ,
মাতৃরূপিনী গনেশ জননী ।
এসো মা অভয়া দাও পদছায়া ,
দনুজ দলনী ওগো শিবজায়া ।
শরতে শিশিরে শিশিরে নাইয়া ,
এসো মা জননী ওগো ভবজায়া ।
ভোরের শিশিরে পথ ধোয়া মাগো ,
মনো মন্দিরে জাগো ওমা জাগো ।
শরতের অরুণ প্রভাতে এসো গো ,
দুঃখ দৈন্য জ্বালা দূর কর মা গো ।
*************
বেলা - ১১ : ৩০ মিনিট ।
১৬ / ১০ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।