আসবে বলে গেলে চলে
         ক্ষুদিরাম তুমি শহীদ হলে ।
বীরর মত ফাঁসির দড়ি পরলে গলে  
          হাঁসি হাঁসি ''বন্দেমাতরম'' বলে ।

১৮৮৯ সাল ৩রা ডিসেম্বরে
        পশ্চিম মেদিনীপুর,মৌবনী/হবিবপুরে ।
মধ্যবৃত্ত পরিবার গর্ভধারিনীর কোলে
          দামাল ছেলে ক্ষুদিরাম জন্ম নিলে ।

ত্রৈলক্যনাথ বসু তোমার পিতা
             লক্ষ্মীপ্রিয়া দেবী হন মাতা ।
কিশোর বয়সে যোগ দিলে
             ব্রিটিশ বিরোধী বিপ্লবী দলে !
বড়লাটকে মারতে গেলে
          ইংল্যান্ডবাসি দুই মহিলা মারলে  ।

ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে
       ম্যাজিসট্রেটের গাড়ী ভেবে বোমা ছুঁড়ে ছিলে ।
বড়লাট ছিলনা সেই গাড়ীতে
              ভুলকরে ইংল্যান্ডবাসীকে তুমি মারলে ।

ইংল্যান্ডবাসী হত্যার ফলে
            পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলে ।
মজফরপুর সংশোধনাগারে বন্দী হলে
            ১৮ বছর বয়সে ১১ই আগস্ট ১৯০৮ সালে ,
ফাঁসির কাষ্ঠে ফাঁসির মঞ্চে ফাঁসি হলে
             ফাঁসিতে ঝুলে তুমি মৃত্যু বরন করেছিলে ।

দশমাস দশদিনের পরে
          বললে জন্ম নিবে মাসির ঘরে ,
কথাদিয়ে কথা রাখলেনা পরে
         জানিনা তুমি এসেছো কিন মাসির ঘরে ।
          
            ********************
রাত্রি - ৯ : ২৪ মিনিট ।
০৪ / ১২ / ২৩  সোমবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।