শহীদ
             দীপ্তি রায় -----


১৩ ই মার্চ ১৯৯০ সাল ,জন্ম নিলে তুমি ,
মান বাঁচাতে এগিয়ে এলে প্রিয় মাতৃভূমি !
সিংলা নদীর  তীরে ধরতে গেলে দেশদ্রোহী ,
গোর্খাল্যান্ড গড়তে ,গুরুং হয়েছে বিদ্রোহী !
১৭ই অক্টোবর ২০১৭ সাল ,বুক লক্ষ্য করে বুলেট এলো ছুটে ,
বক্ষভেদ করল তোমার ,মাটিতে পড়লে লুটে !
অমিতাভ মালিক তুমি শহীদ হয়ে রাখলে দেশের মান ,
দেশের মান রক্ষা লাগি ,করলে আত্ম বলিদান !
দেশের সেরা ,দশের সেরা ,মায়ের সেরা সন্তান ,
শহীদ হয়েও অমর তুমি হে বীর জওয়ান  !
জওয়ান তুমি ,সৈনিক তুমি ,দেশের বীর সন্তান ,
মোদের প্রাণে ,মনে ,বেঁচে আছ তুমি হে বীর অম্লান !
হে বীর,হে জওয়ান ,তোমায় জানাই  লাল সেলাম,
অযুত কণ্ঠে ধ্বনিত আজিকে তোমারি জয়গান !
অমিতাভ মালিক আজি বেঁচে, সবার ঘরে ,মনে ,প্রাণে ,
বাংলার প্রতি ঘরে অমিতাভ  যেন জন্ম নেয় জনে জনে  !

                   **************
বেলা -১০:১৫ মিঃঃ ,কলকাতা !
২৩ /১০ /২০১৭ ,সোমবার !