সেকাল আর একাল তফাৎ আকাশ পাতাল  ,
ইহকাল পরকাল মানেনা কেউ কালাকাল  ।
ক্রমান্বয় পার হয় যুগ আসে
এই কাল  ,
সত্য ত্রেতা দ্বাপর যায় আসে কলিকাল।

সেকাল ছিল শান্তি স্বস্তির সমীচীন ব্যবহার  ,
এল অত্যাধুনিক অপসংস্কৃতি দুষ্কৃতী দুরাচার ।
পাতা বল্কলে ঢাকত দেহ ছিলনা পোষাক ব্যবহার,
বর্তমানেও কূঅভিরুচি অর্ধাঙ্গে  আছে পোষাক বাহার ।

নাই বিবেক কর্তব্য মানবিকতা নাই আত্মসম্মান ,
নাই আত্মমর্যাদা জ্ঞান শান্তি ভালোবাসার স্থান  ।
হারিয়েছে লজ্জা ঘৃণা আছে অহংকার দাম্ভিকতা অম্লান   ,
লুকিয়েছে শ্রদ্ধা ভক্তি স্নেহ মমতা আত্ম অভিমান  ।

এলো লোভ হিংসা ক্রোধ স্বার্থপরতা বর্বরতা শঠতা,
হারিয়েছে মনুষ্যত্ব বিবেক সৌহার্দ্যতা সামাজিকতা ।
প্রকট হয়েছে মিথ্যাচার লুঠতরাজ ক্ষুণ নারীর অমর্যাদা ,
নষ্ট হয়েছে সুখ স্বস্তি সভ্যতা ভদ্রতা ভাতৃত্ব আত্মীয়তা  ।

চেনা জানা সব হয়েছে অচেনা আত্মীয় স্বজন পরিজন ,
অজানা হয়েছে আজ স্বদেশের মা মাটির নাড়ীর বন্ধন  ।
সেকালের মানুষ ছিল সহজ সরল অকপট সুন্দর মন  ,
সন্ধ্যাবেলা একত্রে বাক্যালাপ আন্তরিক কথোপকথন  ।

           ****************
বিকাল  - ৪ : ১৪ মিনিট  ।
২৩ / ০৯ / ২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।