আগে যা ছিল আজ আর নাই ,
আজ হারিয়ে গেছে সে সবই ।
গোলা ভরা ধান ছিল,
গোয়াল ভরা গরু ছিল ।
গরুর খাঁটি দুধ ছিল ,
পুকুর ভরা মাছ ছিল ।
ঢেঁকিতে ছাঁটা চাল ছিল ,
ঘরের ভাজা মুড়ি ছিল ।
ঢেঁকিতে ভাঙা গুঁড়ি ছিল,
আম কুড়ানোর তাড়া ছিল ।
চুরি করে আচার খাওয়া ছিল,
বাড়ির লোকের বকুনি ছিল ।
চলে গেছে সেদিন ,
নাই আর কোন চিন ।
নাই আর মাটির হাঁড়ি ,
নাই আর কাঠের চুল্লি ,
নাই সেই মুড়ি মুড়কি ,
নাই পিঠেভাপা ধুড়কি ।
নাই পৌষে পায়েস পুলি ,
নাই পিঠে ভাপা ঝুলি ।
বিন্নি ধানের খৈ নাই ,
ঘরের পাতা দই নাই ।
খাঁটি নলেন গুড় নাই ,
আখ শালের গুড় নাই ।
প্রভাতে প্রভাতী নাই ,
সন্ধ্যায় আরতী নাই ।
টুসু ভাদুর গান নাই ,
মকর সংক্রান্তিতে স্নান নাই ।
ভোরে মঙ্গল আরতী নাই ,
ঊষাকালে ঊষাকীর্তন নাই ।
খোল করতালে গান নাই ,
হরিনামের আসর নাই ।
চলে গেছে সেদিন কবে ,
আর সেদিনগুলি কি আসবে ?
---------------
বেলা - ১১ : ২০ মিনিট ।
২৫ / ০৯ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।