কত যে আছে তন্ত্র
      সবই হলো স্বতন্ত্র ,
তার কোন নাই অন্ত
       সব কিছুই স্বাতন্ত্র ।

রাজনীতি অর্থনীতি
           থাকেনা কোন রীতিনীতি ,
স্বতন্ত্র থাকে মনুষ্যনীতি
         জানেনা কোন স্বার্থনীতি ।

অর্থনীতি সুখনীতি
    নিয়ে এলো ভোগনীতি  ,
লালসানীতি পাপনীতি
       নিয়ে যায় পাপপথে  ।

গনতন্ত্রের নাই তন্ত্র
          শুধুই আছে স্বতন্ত্র  ,
গনতন্ত্রের আছে মন্ত্র
           আছে শুধু গোলযন্ত্র  ।

মন্ত্রে এখন চলে মানুষ
          চাই তার কতই তন্ত্র  ,
তন্ত্র মন্ত্র উড়ে গেল
           নাই আর গনতন্ত্র  ।

গনতন্ত্রে নয় সরস
         রস বিনে হয়না বশ ,
যে তন্ত্রে আছে রস
           সেই তন্ত্রে মন্ত্রে বশ ।

********************
রাত্রি - ৮ : ০৫ মিনিট  ।
১১ / ০৯ / ২৪ বুধবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।