মনের মাঝে সদাই জাগে ভালোবাসার গান ,
ভালোবাসা ভালোলাগা এতো মনেই বিরাজমান ।
মানুষকে ভালোবাসা জীবনে ভালোলাগার সন্ধান ,
ভালোবেসে ভালোলাগা এটাই অজানা অনুসন্ধান ।
পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে জমে উঠে দ্বেষ হিংসার পাহাড় ,
যার অন্তর হিংসায় ভরা তার নাই বাঁচার অধিকার ।
মানুষ্য রূপ নরপশুর মতো দয়া মায়া মমতাহীন নিষ্ঠুর ,
তাহলে মানুষ পুনঃ যাবে বনে সমাজ ত্যাগকরে বহুদূর ।
স্বার্থপর মানুষেরা আপনা স্বার্থ লাগি সদাই ব্যস্ত থাকে ,
স্বার্থ ফুরিয়ে গেলে আর না চিনে সম্পর্ক নাকোনো রাখে ।
হঠাৎ যদি দেখা হয় না দেখার অভিনয়ে মুখ ফিরিয়ে থাকে ,
মুখো মুখি হলে পরে ব্যস্ততা দেখিয়ে এদিক ওদিক দেখে ।
যুগের ফের মিথ্যা অভিনয়ের এ যেন মিথ্যার রঙ্গমঞ্চ ,
হেথায় বাস করে মানুষের রূপ ধরে বনমানুষের বংশ ।
কৃতজ্ঞতা বোধ নাই নাই মান সম্মান লজ্জার মাত্র রেশ ,
এ যেন এক আজগুবি অমানুষ বর্বরতার মহান দেশ ।
যেন বনমানুষের দেশে ফেরৎ মানুষ রুপী এক প্রাণী ,
না জানে সভ্যতা ভদ্রতা ভব্যতা শুধু করে হানাহানি ।
***********
রাত্রি - ১১ : ১০ মিনিট ।
০৭ / ১২ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।