ভালোবাসা স্মৃতি হয়ে কুরে কুরে খায় ,
সেকি রেখেছো লিখে মনের খাতায় !
ব্যর্থ হয়ে বলো কষ্ট কেন পাও হা-হতাশায় ,
ভালোবেসে তারে তুমি কাছে ডেকে নাও !

ভালোবাসলে জাগে মনের মাঝে প্রেম ,
প্রেমের মাঝে সুখের স্বপন শান্তিতো অসীম !
অশেষ সোহাগ ভোরে শান্তি সুখে রয় ঘিরে মন ,
শান্তির মাঝে সুখেযে বাঁধা কতই জাগে মনে সুখের স্বপন!

মানুষের ভালোবাসা পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয় ,
সব ভালোবাসা ভালোবাসাই  হয় প্রেম নয়  !
প্রেম ও ভালোবাসার অর্থ একই না হয় ,
মাতা পিতা ভাই বোন সন্তানের ভালোবাসা স্নেহময় !

দাম্পত্যের ভালোবাসায় হৃদয়ের প্রেমমিশে রয় ,
সেখানেই স্বর্গসুখ সেখানে স্বর্গ নেমে আসে সুখময় !
সেথায় স্বর্গ নামে পবিত্র প্রেম সদাই বিরাজ হয় ,
অনাচার ব্যাভিচার সেথায় স্পর্শে না অসহায় !

সবার ভালোবাসাই নিঃস্বার্থ ভালোবাসা নয় ,
কার্য সিদ্ধির ভালোবাসায় সদাই স্বার্থ নিয়ে হয় !
স্বার্থ বীণে কেউই ভালোবাসেনা এই ধরায় ,
শুধু নিঃস্বার্থ ভালোবাসে  জন্মদাত্রী জননী আমায়  !
     ********
বেলা -১১:৪১ মিনিট !
০৩ /০৭ /২৪ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !