দ্বেষ হিংসায় ফুঁসছে জনগণ ,
চারিদিকে শুধু কলরব ক্রন্দন ।
বিষাদের ছায়া ছেয়েছে চতুর্দিক ,
ব্যাকুল উন্মাদনা ঔদ্ধত্য দাম্ভিক ।
জনতার বিবেক জাগুক এইবার ,
মানবতা  জাগুক দিয়ে হুঙ্কার ।
অসহায় চেতনা জাগুক আবার ,
বিবেকের দংশন দেখুক এবার ।

হিন্দু মুসলিম শিখ  জৈন বৌদ্ধ ,
আমরা সবাই ভাই ভাই এক গোত্র ।
আমাদের কোন পৃথক জাতি ধর্ম নাই ,
আমরা এক পরিবার ভুক্ত থাকি সবাই ।
আমরা এক জাতি একত্রে থাকি এক প্রাণ ,
সবাই ভাই ভাই মোরা এক মায়ের সন্তান ।

শহীদের রক্তে রাঙানো স্বাধীনতা অর্জন ,
তার থেকে কেন বঞ্চিত হবে সব জনগণ ।
স্বাধীনতা কারোর দয়ায় নয় রক্তের বিনিময় ,
আমাদের এই স্বাধীনতার নাম গণতন্ত্র হয় ।
গণতন্ত্র কাকে বলে কোথায় গেলো উবে ,
স্বৈরাতন্ত্র চষে বেড়ায় নিজে মহিমা গৌরবে ।
তাই বড় একটা''কেন"?? কে দেবে তার উত্তর ,
নারী ধর্ষণ শিশু পাচার লুটতরাজ দেশে জব্বর ।
                   **********
বেলা - ১১ : ১৮ মিনিট ।
০৫ / ১২ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।