সুন্দরী প্রকৃতি রানী সবুজ শ্যামল ,
সেটাই আসল শোভা নয়তো নকল ।
সাজানো সবুজ মাঠ অতি মনোরম ,
অঘ্রানে পাকা ধানের শীষে রৌদ্রের নাচন ।
সোনালী ধানে ঢেউ খেলে যায় অনুক্ষণ ,
পাকা ধানের সৌরভে ভরে উঠে প্রাণমন।
কাস্তে হাতে ধান কাটতে যায় চাষীর দল ,
পাকাধানে রৌদ্র পড়ে করে ঝলমল।
ধান আনতে গোরুরগাড়ী চলছে ঐ মাঠে ,
ধান কেটে চাষীবৌ স্নান করেঘাটে ।
স্বদেশ আমার সবুজ সোনা স্বপ্নের দেশ ,
প্রাণ চায় সদাই তোমায় হেরি অনিমেষ।
হেরিয়া যুগ যুগ মাগো মেটেনা পিয়াস ,
তুমি মাগো সবুজ সোনা আমার স্বপ্নেরদেশ ।
কোথাও অনন্ত শোভা কাড়ো হিয়া মনলোভা ,
নয়ন ফিরাতে নারি হেরি তোমার শোভা ।
মাগো কত বিচিত্ররূপ কখনো বা হও বিরূপ ,
কখনো শান্তিময়ী কখনো ভয়ঙ্করীরূপ ।
ভাঙা গড়ার একি খেলা কর তুমি সারাবেলা ,
একদিকে ধ্বংস কর অন্যদিকে ভর ডালা ।
*********************
রাত্রি - ৮ : ২৫ মিনিট।
০৩ / ১২ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।