ভুল করে ভুল করেও কখনো শুধরায় না ,
ভুল করেই জীবন হীন তবু ভুল বোঝেনা ।
ভুলের মাশুল দিয়েও ভুল সংশোধন করেনা ,
সারা জীবন ভুল করেও শিক্ষা তো হলোনা ।

কেউ যদি ভুল করেও ভুল স্বীকার না করে ,
মৃত্যু অবধি সেই নরাধম অবহেলিত সংসারে ।
কিছু কিছু ভুল জীবনে কোন দিনও না শুধরে ,
সে নরাধম জ্ঞানহীন মূর্খ সম সংসার মাঝারে ।

কিছু ভুল ভুলেই থাকে গাঁথা থাকে অন্তরে ,
কিছু ভুল শত্রু হয়ে সর্বহারা করে দহে মারে ।
জেনে বুঝে যে ইচ্ছাকৃত অবহেলে ভুল করে ,
আজীবন ভুল তরে বিষ্ঠা সম তারে ঘৃণা করে ।

নরাধম কুলাঙ্গার সারাজীবন জেনেবুঝে সব ভুলে ,
'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ'প্রবচনে বলে ।
'মূর্খের অশেষ দোষ পুরানে না লিখে ' তাই বলে ,
তাইতো নরাধম নিজের দোষেই কপালে ছাই দিলে ।

প্রথম দর্শনে তাকে কেউই জানতে চিনতে না পারে ,
তারপর চিনতে পারলে শয়তানের ডিপো বুঝতে পারে ।
ইচ্ছাকৃত ভুল করে সে শয়তানিতে স্বার্থ কায়েম করে ,
যারাই তাকে চেনে সমাজে কেউই ঠাঁই দেয় না দুয়ারে ।

                  ***************
বেলা - ১১ : ৪৬ মিনিট ।
০৭ /১২ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।