সময়ের গতি নিজের গতিতে যায়,
একই জায়গায় দাঁড়িয়ে থাকেনা হায় ।
সে শোনেনা মানেনা কোন কথায় ,
আপন গতিতে সময় চলে যায় সদায় ।

সত্যিকে যায়না কভু মিথ্যা দিয়ে ঢাকা ,
প্রকাশ্যে একদিন বেরিয়ে আসবেই সত্যটা  ।
মিথ্যা কোনদিন চাপা রাখা যায়না কিছুতেই  ,
আপনা আপনিই মিথ্যার প্রকাশ হয়ে যায় ।

ঈশ্বরের বিচার হয় সময় ঠিক এলে ,
যে যেমন কর্ম করে তার ফল ফলে ।
অহংকারে মত্ত হয়ে সবে কূকর্ম করে ,
কৃত কর্মের ফল ফলে সময় এলে পরে ।

পশুদের  জ্ঞান নাই ক্রোধ বেশী হয়  ,
অল্প বিদ্যা ভয়ঙ্করী জ্ঞানের দম্ভ দেখায় ।
নির্ধনের ধন হলে অহংকারকে করে জয় ,
অর্দ্ধশিক্ষিত করেনা সম্মান লঘু গুরুর ভয় ।

বিষ নাই সাপের তার কুলো পারা ফনা ,
অজ্ঞানের জ্ঞান নাই স্থান কাল বোঝেনা  ।
অফলা ফলে বেশী যে ফল কাজে লাগেনা,
কথা বলে মানে বোঝেনা স্থান কাল  দেখেনা ।

            ************
সন্ধ্যা  - ৫ : ১৫ মিনিট  ।
০৩ / ০৯ / ২৪ মঙ্গলবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।