সত্যের জয় দেরীতে মিথ্যা কথা নয় ,
সত্য সত্যই থাকে মিথ্যা কভু না হয় ।
মিথ্যার জয় আপাত হলেও সত্য তা নয় ,
মিথ্যা মিথ্যাই হয় মিথ্যা সত্য কভু নয় ।
হাজারো মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা না যায় ,
দীর্ঘ দিন পরে হলেও সত্যে হয় নিশ্চিত জয় ।
সত্য ঢির শাশ্বত মিথ্যা মিথ্যাই প্রমান হয় ,
যুগে যুগে সত্যের কখনো হয় নাই পরাজয়
আইনের চক্ষে মিথ্যাকে সত্যি প্রমাণ করে ,
তবুও মিথ্যার পরাজয় সত্যের ধ্বজা ধরে ।
পান্ডুর পুত্র যুধিষ্ঠির সত্যতে ছিলেন আবদ্ধ ,
কুরুক্ষেত্র ধর্মযুদ্ধে রথী মহারথীকে করেন বদ্ধ ।
সত্য যদি কোনদিন মিথ্যা প্রমাণ হয় ,
এই পৃথিবীতে সব কিছুই ঘটাবে প্রমাদ ।
যে সত্যিকথা বলে আর সত্য পথে চলে ,
সে কোনদিন মিথ্যা প্রলোভনে না টলে ।
মিথ্যার দ্বারা মিথ্যাকে জয় করা যায় না ,
সত্য ও প্রেম দ্বারা মিথ্যাকে জয় করতে হয় ।
******************
সন্ধ্যা - ৫ :১৫ মিনিট ।
০১ / ১১ / ২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।