নারী ও পুরুষ দুটি জাতি পৃথিবীর 'পরে ,
পুরুষকেও সৃষ্টি করেছে নারীইতো ওরে ।
প্রকৃতি ও নারীই সকল সৃষ্টির মূলে ,
তাইতো ভরে যায় বৃক্ষ পত্র ফলে ফুলে ।
নারীই করে সর্ব সৃষ্টি ,
নারী ছাড়া হয়না কৃষ্টি ।
নরীই বিনে হয়না মুক্তি ,
নারীই হলো আদ্যাশক্তি ।
নারীই আদি নারীই অনন্ত ,
নারীতেই ধ্বংস নারীতেই সৃষ্ট ।
নারীই সত্য নারীই নিত্য ,
নারীই কৃত্য নারীতেই আশক্ত ।
নারীই জায়া নারীই জননী ,
নারীই প্রেয়সী নারীই ভগিনী ।
নরীই তনয়া মমতা স্বরূপিনী ,
নারীই মোহিনী অনন্যা ভামিনী ।
নারীই করে সৃষ্টি নারী করে কৃষ্টি ,
নারীই করে সংহার নারী করে রক্ষা ।
নারী ভক্তি বিদ্যাদায়িনী হংসবাহিনী ,
নারীই কল্যানময়ী স্নেহময়ী জননী ।
নারীই বরাভয়দায়িনী জগৎতারিনী ,
নারীই শক্তিরূপিনী বিপদতারিনী ।
********
রাত্রি - ৯ : ০৫ মিনিট ।
২৪/ ০৫ /২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।