হেথায় হয়নি চন্দ্রদোয়
        সেথায় কালো ডানা মেলে  উড়ে পেঁচক বলয় ,

সেথায় প্রাণের সঞ্চার নাই
      সদাই জীবের প্রাণ সংশয় ,
সেথায় কুপের তলায় নিরাভরণ কুয়াশার হয় মহাপ্রলয়।
বিভীষকা অন্তরদহে দানে
   ভীতির অসহনীয় অকুতোভয় ।

মানসিক আবরণ ফেলে দেয়
          সেই সুন্দরী কামিনী,
হয়ে যায় অনাদ্রিতা বিবস্ত্রা
       নিরাভরনা প্রেম পাগলিনী ।

দেশ ও দশের আমন্ত্রনে উদ্ভাসিত উল্লাসিত যেন উন্মাদিনী ।
ভয়ংকরি রূপে যেন প্রতিবাদিনী
  প্রতিকারিন কুহ্যটিকা বিদ্রূপিণী

রণ হুঙ্কারে গর্জে উঠে সেই
              দুঃসাহসিনি ভীতিহীনা ভামিনি ,
যেন ভিমা ভয়ংকরি রূপিণী
             সংঘাতিনি দূরন্তা কালভৈরবিনি ।

সম্মহিনী কালনাগিনী যেন
             মহেশ্বরে ভুলায় ভৈরবি রূপিণী ।
ধুর্জ্জুটি নাশিনী যেন শ্মশান বাসিনি
                 নটিনী বিকটা দশনা বিদারিণী।


চন্ডমুন্ডা চামুন্ডা যেন কর্কট গামিনি
                 প্রকট ঝটিকা বহে স্রোতসিনী ,
বৃশ্চিক নন্দিনী যেন প্রলয় ভাসিনি
                কঠিন বজরসম নিনাদ কুহকিনি ।

যেথায় আঁধার সরে যায় দূরে
                উদ্ভাসিত করে আলো  দিনমনি ,
আঁধার ঘুচিয়ে আলোর মেলা
                 হেথায় জ্বলে ফুলে ফুলে সন্ধ্যামনি ।

                ****************
রাত্রি - ১১ : ৩০ মিনিট ।
০৮ / ১১ / ২৪ শুক্রবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।