সময়েরই এই পাকশালাতে              
            খাচ্ছি যে পাক দিনে রাতে ,
ছুটছি মোরা সময়ের সাথে
                ব্যস্ততার এই কপচানিতে ।
ছুটতে ছুটতে খাচ্ছি হোঁচট                    
                হোঁচট খেয়ে পাচ্ছি যে চোট ,
মনে নেইকো দ্বিধা লাজ বোধ
                সময়ের মূল্য অমূল্য সম্পদ ।
সময় চলেনা বাধ্য বাধকতায়
                সময় চলে তার নিজের ইচ্ছায় ,
সময় বসে থাকেনা
              কারুর অপেক্ষায় ,
সে চলে যায় সদাই
               নিজের আপন ইচ্ছায় ।
সময়ের মূল্য নেই যার কাছে
            মূল্য নাবোঝা জীবনের দাম কি আছে ।
যার যখন সময় হয়
             সে তখন আসে এ ধরায় ,
যাবার সময় হলেই
            শূন্য  হাতেই ফিরে যায় ।
সু-সময় আসিলে হায়
            বান্ধব সুহৃদ অনেকেই হয় ,
দুঃসময় এলে পরে
             সবাই তারে ভুলে যায় ।
সময়ের কাজ তাই
          সময়েই থাকতেই করতে হয় ।

       *****************
দূপুর - ১২ : ৪৫ মিনিট !
২১ / ০৫ /২৩ রবিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !