হিংসা সম মহাপাপ নাই এ ভুবনে ,
সেই পেপার পঙ্কিল দহে ডুবে মরে সেই জনে !
লোভে পাপ পাপে মৃত্যু বলে জানি সর্বজনে ,
অহংকার দাম্ভিকতা পতনের মূল সেই কারনে !

নিজের ঢাক নিজে পিটে অতি
মূর্খ জন ,
নাই লজ্জা নাই শরম নাই সম্মান বেহায়ার যম !
পৃথিবী শশ্মান হয় সেই মহাপাপীদের কারন ,
কোথাও খরা কোথাও ঝরা খিদার অনলে জ্বলে জনগণ !

অন্ন নাই বস্ত্র নাই নাই গৃহ বসবাসের স্থান ,
চারিদিকে হাহাকার আশ্রয় দাও অন্ন বস্ত্র কর দান !
অর্ধাহারে অনাহারে করে স্বে দিন গুজরান ,
দিনে দুপুরে চুরি ডাকাতি রাহাজানি গুন্ডামি হয়নাই ম্লান !

কিকরে নিবৃত্তি হবে মানুষের খিদার পিয়াস ,
খল হিংসা শয়তানি যদি দেহাভ্যন্তরে করে বাস !
হিংসা বাস ছেড়ে যাবে মানুষ করবে সুখের নিবাস ,
সেদিন আসবে সুদিন মুছে যাবে দুর্ভিক্ষের প্রয়াস !

চাওয়া পাওয়া সবার মাঝে হবে আনন্দের মিলন ,
ছেড়ে যাবে হিংসা প্রতিহিংসা বিদ্রোহ আন্দোলন !
প্রেম ভালোবাসার মাঝে হবে
সবার মিলন ,
প্রস্ফুটিত কোমলতা সবার হৃদয়ে হবে সম্মেলন  !
       *********
রাত্রি - ৮ :২৬ মিনিট !
১০/০৭/২৪ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !