সময় থাকতে সময়ের কাজ করে নাও ,
যে সময় যেই কাজ সময়ের মূল্য দাও ।
সময় থাকতে সময়ের মূল্য যে জন না বুঝে ,
সে সময় চলে গেলে আর ফিরে না আসে ।
সময়কে অবহেলে আলস্যে কাটায় দিন রাত ,
অসময় এলে তখন সেসময় না আসে ফিরে করলে প্রাণপাত ।
সময় থামেনা হায় বয়ে যায় স্রোতের প্রায়,
সে সময় চলে গেলে ফিরেতো না আসে হায় ।
অতীতে যে সময় ছিল বর্তমানে তা নাই ,
হাঁতাড়িয়ে সেই সময় আর খুঁজে না পাই ।
চলে গেছে যে সময় আর ফিরে আসবে নাই ,
সময় থাকতে সময়ের কাজ করে ফেল ভাই ।
সময় যে মূল্যবান ফিরেতো সে না আসে হায় ,
যে সময় যেই কাজ করে ফেলতে হয় তাই ।
বসে বসে অবহেলে যে সময়ের মূল্য না দেয় ,
শৈবাল সম সহস্র কীট বাঁধে আসি তার গায় ।
সময় আসে চলে যায় দাঁড়ায়ে না থাকে হায় ,
সময়ের মূল্য সময়ে দাও যখন সময় এসেযায় ।
যখন যা সময় আসে তখন সেই কাজ করতে হয় ,
তখন সে কাজ না করলে সারাজীবন ভুগতে হয় !
****************
বিকাল - ৪ : ৩৫ মিনিট ।
১৫ / ০৯ /২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।