কুরুক্ষেত্র সমরাঙ্গনে বাধিল সমর ,
কখনো কৌরবের পক্ষ কখনো পান্ডবের ।
দেশজুড়ে কৌরব আর দল জনকয়েক পান্ডব ,
কে বসবে সিংহাসনে জয়ী যুদ্ধে কার বৈভব ।
কে কখন কৌরবের পক্ষ নেয় কখন পান্ডব ,
শ্রীকৃষ্ণ পান্ডবের সারথী ভীষ্ম পক্ষ নেয় কৌরব ।
দ্রোনাচার্য্য গুরু কার কার শিষ্য হয় একলব্য ,
সবাই কুরুক্ষেত্র সমরাঙ্গনে কে মানে পরাভব ।
ঘরে ঘরে দ্রৌপদীদের করে বস্ত্র হরণ ,
চারিদিকে দুর্যোধনেরা ঘোরে সারাক্ষণ ।
লালসার জিহ্বা তাদের করে লকলক ,
আহারের শিকারে তারা সদাই কসে ছক ।
বস্ত্রহরণ নারী ধর্ষণ শিশু নারী পাচার ,
দেশে ঘরে লুটতরাজ হত্যা হাহাকার ।
দেশ লুটে ঘর লুটে লুটে রাজকোষ ,
রক্ষক ভক্ষক হেথা তাতে কিবা দোষ ।
অবশ্যই সমর ক্ষেত্রে জয়ী কৌরব দুর্জোধন ,
ধর্মের সারথী কৃষ্ণ তারাই রাজ্যচ্যুত হন ।
দ্রৌপদীরা ভীত অতি শিশু হত্যাকারী জনার্দন ,
কিভাবে হয় এর সমাধান চিন্ত সভাসদ গন ।
***********
রাত্রি - ৯ : ৫৮ মিনিট !
১৭ / ০২ / ২৪ শনিবার !
কোলকাতা !