এতেও যে তুই হবি নিরাপদ
এতটা মিথ্যা বলাও পাপ  ,
জগৎ জোড়া কীটের  বাস,
কীটনাশকের বড় অভাব ।

চেষ্টা তবুও রাখিস বুকে  ,
হারার আগে হারিস না  ।
হারে দুলে সাজিসনে আর,
এবার মেয়ে অস্ত্রে সাজ  ।

প্রতি ঘরের দুর্গা তোরা  ,
বুঝে নিস এই সত্য টা  ।
এই যুগেতে বাঁচতে গেলে-
অভিযোজন সার কথা  ।

নিজের বাঁচার শক্তি এবার-
নিজের  মাথাতেই   রাখিস  ।
নিজেকে  রক্ষা করতে গেলে -
তাৎক্ষণিক বুদ্ধি বল দুই ধরিস!  

জাগিয়ে দিলি তুই মা অভয়   ,
ভাঙিয়ে দিলি সবার ভয় ।
জীবন দিয়ে শিখিয়ে দিলি ,
অন্যায়ের সাথে আপোষ নয় ।
     **********
বিকেল - ৪ : ৪৫ মিনিট  ।
১১ / ০৯ / ২৪ বুধবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।