মানুষ মনুষ্যত্ব হারিয়ে বনমানুষ ,
লোভ লালসার মোহে আসক্ত হয়ে বেহুঁশ!

ধর্ম সুকর্মকে জ্বলাঞ্জলি দিয়ে উন্মত্ব মাতঙ্গ,
আবেগে ভাসিয়ে দিয়ে হলো স্বেচ্ছাচারী বিহঙ্গ !

আত্মসম্মান বিলিয়ে দিয়ে বিকিয়েছে মান সম্মান ,
লাজ লজ্জার মাথা খেয়ে হয়েছে পশুর সমান !

সদাচার শ্রদ্ধা ভক্তি ত্যাগ করে কুয়াচারে রত ,
শ্রদ্ধা ভক্তি বিসর্জন দিয়ে অসতে অনুরক্ত !

সর্বংসহা ধরিত্রী আজ নিজসত্ত্বা হারিয়ে কিংকর্তব্যবিমূঢ় ,
সকল সত্ত্বা আজ বিজ্ঞান প্রযুক্তিতে আরূঢ়!

ক্ষয় হচ্ছে পরম্পরা আসল চরিত্রের নিজস্ব সত্ত্বা ,
ক্রমে ক্রমে আসল সত্ত্বা হারিয়ে দুর্বোধ্য নিরাপত্তা !

পিতা না করে বিচার পুত্রী কামনা বাসনায় আসক্ত  নরাধম ,
না করে সম্পর্ক না করে বিচার আত্মীয় স্বজন !

ভাই হয় ভাইয়ের শত্রু ধন অর্থ সম্পত্তি লাগি ,
ভাই ভাইকে  হত্যা করে দেশ  ভিটা মাটি ছেড়ে বিবাগী !

দুর্বোধ্য এই অনাচার অজস্র হীন অপবিত্র লীলা ,
যতকিছু ভালো নয় মন্দ ধরিত্রী না সয়েও হয়েছে সহনশীলা !

        *************
রাত্রি - ৭: ২০ মিনিট !
১৩ / ০৭ / ২৩ বৃহস্পতিবার !
কনকর্ড = আমেরিকা (ইউ ,এস , এ ,)