নদী ছুটে চলে জানি সাগরের টানে ,
নাও বাইয়া চলে সেথায় ভরা উজানে ।
ফাগুনে বসন্ত রাগে অনুরাগে প্রেম জাগে মনে ,
মধুকর মধুলোভে উড়ে চলে ফুলবনে ।
শিমুল পলাশ রাঙে বসন্তের শুভ আগমনে ,
কৃষ্ণ চূড়ার রঙে আগুন লাগে অনুরাগের বনে ।
দুটি হিয়া এক হয় দুজনের পরিনয় বন্ধনে ,
পূবের পূরবী জাগে পূর্বরাগে তরুণ তপনে ।
কাঞ্চন প্রস্ফুটিত গাছে ফাগুনের আগমণে ,
প্রজাপতি উড়ে যায় মধুলোভে ফুল কাননে ।
যে নদী হারায়ে স্রোত নিজেকে না সে চেনে ,
শত সহস্র শৈবাল জমা হয়ে বাঁধে সে প্লাবনে।
মধুপেরা ফুলে ফুলে উড়ে বসে মৌ খায় সুখে,
ভ্রমর ভ্রমরী উড়ে চলে যেথা ফুল ফুটে দেমাকে ।
মধুবনে মৌমাছি গুন গুন গুন গুঞ্জন ধ্বনি তোলে ,
ভ্রমরা সাথে অলিকুলে আম্র শাখে বসে আম্রমুকুলে ।
নদী যেমতি অবিরত বয়ে চলে সাগরের সন্ধানে ,
সাগর অপেক্ষায় তেমতি থাকে নদীর সাথে সঙ্গমে ।
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
রাত্রি - ১০ : ১২ মিনিট ।
১৬ / ০৩ / ২৪ শনিবার ।
কোলকাতা ।