পূব আকাশে প্রভাত আলো
      সূয্যি মামা ছড়িয়ে দিলো,
পাখ পাখালী জেগে গেলো
        নীড় ত্যাগিয়ে বাইরে এলো ।

বিহঙ্গেরা খাবার আশে
         উড়ে বেড়ায় আশে পাশে ,
নীড়ে আবার ফিরে আসে
               খাবার নিয়ে ছানার পাশে ।

নীড়ের পাখী উড়ে গেলো
          গানের ভেলা ভাসিয়ে দিলো ,
সেইনা শুনে চন্দনাবৌ
              ডালে ডালে নাচ দেখালো ।

হলুদ সোনা সরষে ক্ষেতে
               ঘুরে ঘুরে আলের পথে ,
খুঁটে নিলো সরষে ফুলে
               পেট ভর্তি খাবার খেতে ।

সবোজ সোনা ক্ষেতের 'পরে
                  সোনা রোদ্দুর পড়ে ঝরে ,
বহে সমীরন মৃদুল ভরে
                    রৌদূরসোনা ঢেউয়ের 'পরে ।

শিশির ভেজা ধানের শীষে
                 রৌদ্র সোনা ঢেউয়ের দেশে ,
হাওয়ায় তাদের মাথায় মেশে
                  নূতন ধানের গন্ধ ভাসে ।

          ******************
সন্ধ্যা - ৭ : ২৫ মিনিট ।
০১ /০২ / ২৪ বৃহসপতিবার ।
কোলকাতা ।