ছুটে যায় যেথা সবুজে সবুজে ঘেরা গ্রামে ,
যেথায় বাঁশবাগানের ফাঁকে চাঁদ এলো নেমে ।
সেথায় তটিনী বুয়ে চলে কল্লোলিত কলধ্বনি ,
বৌ ঝি নেয়ে যায় ফিরে বাড়ী হাতে কিঙ্কিনি ।

যেথা ভোরে উদয় ভানু পূবদিগন্তে রাঙিয়ে আকাশ ,
সেথা নদীতীরে কাশফুলে দোল খায় বাউল বাতাস ।
বালুকাবেলায় অরুন অস্তরাগে নীলপাখী নীড়ে যায়,
ভোরে ছুতারবৌ চিঁড়া কুটে ঢেঁকির শব্দ ঘুম ভাঙায় ।

ডোমেরা কুলো বোনে জেলেরা মাছ ধরে নদী বিলে ,
কাঠকুড়িয়ে বিকেলে ঘরে ফিরে মাঠে ছেলেরা দলে ।
বিকেলে পুঁথি পড়ে গিন্নি বৌএরা এক স্থানে সকলে ,
সন্ধ্যাবেলা গলায় আঁচল দিয়ে প্রদীপ জ্বালে তুলসীতলে ।

সন্ধ্যায় সন্ধ্যারতীর কালে ঠাকুর ঘরে শঙ্খ বাজায় ,
বাড়ীর আঙ্গিনায় খোলকরতালে সবে হরিনাম গায় ।
সবুজে ঘেরা সেই গ্রাম মনে ভাসে স্মৃতিকে জাগায় ,
আরকি সেই সবুজ সোনালী গ্রাম ফিরে পাব হায় ।

        ********************
সন্ধ্যা - ৬ : ১৭ মিনিট ।
০৭ / ০৩ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।