দেখ এই ধরাপরে যে যেমন কর্ম করে
সে তেমন ফল তার পায় ,
যে চাষি আলস্য করে ধান্য না রোপন করে
পক্ষ ফসল পাবে সে কোথায় ।
নাই ধর্ম নাই আচার
সৎকর্মে ধর্মে মতি নাই যার ,
অসৎকর্মে অসৎধর্মে মতি যার
করে শুধুই অসদাচার ।
অধর্ম কূকর্ম সদাই করে
মদোন্মত্ত হয় সদা অহংকারে ,
অন্তিমে তার কর্ম ফল ফলে
অধঃপাতে যায় সময় হলে ।
খৃষ্টে আর কিষ্টে কোন প্রভেদ নাই ভাই
ঐ দেখ শ্যাম দাঁড়িয়ে আছে মন্দির গির্জাতেই ,
তোমার খোদা যেই হিন্দুর হরি সেই
আল্লা আর হরিতে কিছুই ভিন্নিভেদ নাই ।
গড,আল্লা, যীশু, হরি একই দেহেতে
চার্চ, গির্জা, মসজিদ, মন্দির তাঁর ভজনাতে ।
কোরান,বাইবেল ,গীতা ,বেদ,পুরান একধর্ম তাতে
একই বানী উপদেশ আছে ভিন্ন ভিন্ন কর্মতে ।
*************************
রাত্রি - ১০: ২১ মিনিট ।
১০ / ১০ / ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।