সাবধান সাবধান এসেছে জনজাগরণ,
হইওনা আর আগুয়ান ,
বন্ধ কর কালোবাজারি জ্বাল জুয়াচৃরা
ঠকবাজ সিন্ডিকেট ফরমান।
সময় থাকতে হও সাবধান
নইলে পড়বে বিপাকে যাবে গর্দান,
ধান্দাবাজ দুরাচারি সাবধান
এখনো সময় আছে হইওনা অপমান।
অন্যায় অবিচারে ছেয়ে গেছে দেশটা
ওরে ওরে দুর্নিবিত করিসনা আর চেষ্টা,
বন্ধ কর ভেজাল দুনম্বরি শুধরে নে নেশাটা
নইলে মরবি শেষে যাবে বুঝি প্রাণটা ।
নিজেকে শুধরে নেরে এইবার
নইলে এই দেশের মাটি ছাড় ,
নইলে জীবন মৃত হবি ওরে কুলাঙ্গার
বন্ধ কর এবার লোক ঠেকানোর কারবার ।
জনগন জেগেছে এবার পারবিনা ঠকাতে
উপায় আর নাই ওরে হেরে পালাতে ,
তাই বলি সাবধান মজিসনি অসৎ পথে
নিজের প্রাণ বাঁচা যাসনে অধঃপাতে।
*************
রাত্রি - ১০ : ১৬ মিনিট।
০৪/০৮/২৪ রবিবার ।
কোলকাতা।