মানুষ আছে বিবেক নাই ,
বিবেক আছে মানবতা নাই ।
মানুষ আছে ঘর নাই ,
ঘর আছে মানুষ নাই ।
মানুষ আছে হুঁশ নাই ,
হুঁশ আছে জ্ঞান নাই ।
জ্ঞান আছে বিবেক নাই ,
ভয় আছে ভক্তি নাই ।
পুকুর আছে জল নাই ,
জল আছে মাছ নাই ।
গোয়াল আছে গরু নাই ,
গরু আছে গোয়াল নাই ।
দরজা আছে ঘর নাই ,
ঘর আছে জানালা নাই ।
অর্থ আছে সামর্থ নাই ,
সামর্থ আছে অর্থ নাই ।
দেশ আছে বাসস্থান নাই ,
স্বাধীন দেশে স্বাধীনতা নাই ।
ভদ্রের পোশাক পরা কিন্তু ভদ্রতা নাই ,
মানুষের মতো খায় পরে আচরণ নাই  ।
সমাজবদ্ধ জীব কিন্তু সামাজিকতা নাই ,
মানুষের সাথে বসবাস কর্তব্য জ্ঞান নাই ।

   ************
দুপুর - ১২ : ২৪ মিনিট ।
০২ / ১২ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।